ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন অ্যাক্টিভ সিটিজেনারি’ শীর্ষক কর্মশালা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন অ্যাক্টিভ সিটিজেনারি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে ইবির ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷
ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য শাকিব আল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর এন্ড এসপিও তুহিন আফসারি এবং একাউন্টস অফিসার অধীস দাস, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর ব্রাঞ্চের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষণার্থীদের মাঝে ইয়ুথ লিডারশিপ এবং অ্যাক্টিভ সিটিজেনশিপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।
কর্মশালায় বক্তব্য রাখছেন ইবির 'ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি'র সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ
ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস এ এইচ ওয়ালীউল্লাহ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেক নাগরিককে নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি ছাত্র জনতার মাঝে এই সচেতনতার কার্যক্রম পরিচালনা করে আসছে।
উক্ত কর্মশালা শেষে ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি কর্তৃক আয়োজিত ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।