পশুপ্রাণির ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে কাজ করবে শেকৃবি ও এলআরআই

পশুপ্রাণির ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে কাজ করবে শেকৃবি ও এলআরআই
পশুপ্রাণির ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে কাজ করবে শেকৃবি ও এলআরআই  © টিডিসি ফটো

পশুপ্রাণির বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ লক্ষ্যে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) শেকৃবি ও এলআরআই এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার এইএসও ৯০০১’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্‌বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ড. মো. মোস্তফা কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, শেকৃবির শিক্ষকবৃন্দ, মাস্টার্স ও পিএইচডির গবেষকবৃন্দ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট এর রিসোর্স ব্যবহার করে পশুপ্রাণির বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে পারস্পরিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সহজ হবে। ফলে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় গবেষণা কার্যক্রম আরো বেগবান হবে। 

প্রশিক্ষণ কর্মশালার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন এলআরআই এর পরিচালক ড. মো. মোস্তফা কামাল। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘দেশের বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করার ফলে সেসবের সাথে বিভিন্ন রোগ জীবাণুও আমাদের দেশে প্রবেশ করে। ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেক্ষেত্রে দেশেই সব ভ্যাকসিন উৎপাদন করা জরুরি হয়ে পড়েছে। প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের জনবলের ঘাটতি আছে। সেক্ষেত্রে আমাদের দক্ষ গবেষকদের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যাবে। আবার তাদের ভালো মানের ল্যাবরেটরি আছে যা আমাদের গবেষকবৃন্দ ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলআরআই এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. গোলাম মহিউদ্দিন, ড. মুফতিকার আহমেদ, শেকৃবির এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence