৫ ঘণ্টা পর মহাখালীতে সড়ক-রেল অবরোধ ছাড়লেন তিতুমীর শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:২৮ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ৫ ঘণ্টা পর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ ছেড়েছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার পর অবরোধ তুলে নেওয়ার পর থেকে সেখানে যান ও রেল চলাচল শুরু হয়েছে। তবে পরবর্তী কর্মসূচি আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর ঘোষণা করা হবে বলে জানান তারা।
এর আগে বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এছাড়া মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
এদিকে, বেলা সাড়ে ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। ১২ সদস্যের এ দলে ছিল-মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন।