ইবিতে প্রতিবছর ১২ নভেম্বর ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালনের ঘোষণা
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ PM
প্রতিবছর ১২ নভেম্বরকে ‘গ্রিন ক্যাম্পাস ডে’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘গ্রিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, ‘গ্রিন ক্যাম্পাস ডেতে পরিবেশ সংরক্ষণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, এই ক্যাম্পাসকে আমরা ময়লা-আবর্জনামুক্ত ক্যাম্পাসে পরিণত করব। যত দিন এই ক্যাম্পাসে থাকবো আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রতিবছর ১২ নভেম্বর গ্রিন ক্যাম্পাস ডে হিসেবে পালন করব।’
তিনি আরও বলেন, ‘আপনাদের পরিবেশ দূষণকারী না হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। বাংলাদেশের অনেক ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসকে বলা হয় ডাস্টবিন। কিন্তু সেটা আমাদের জন্য উদাহরণ না। নিজেরা ময়লা, কাগজের টুকরো যেখানে-সেখানে ফেলবেন না, কাউকে ফেলতেও দেবেন না।’
একাডেমিক ভবন এবং প্রশাসন ভবন চত্বর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘কাগজের টুকরা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে। এটা কোনো ঘোষণা না, এটি প্রতিজ্ঞা। ময়লামুক্ত ক্যাম্পাস গড়বো, সুন্দর জীবন গড়ব, সুন্দর শিক্ষার পরিবেশ গড়ব, এই হোক আমাদের প্রতিজ্ঞা।’
গ্রিন ক্যাম্পাস ডে’ পালনে সার্বিক সহযোগিতার জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলিমুজ্জামান টুটুলের পরিচালিত গ্রিন আর্কিটেক্টকে ধন্যবাদ জানান।
গ্রিন ক্যাম্পাস ডে উপলক্ষে এদিক উপাচার্যের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি অনুষ্ঠানের সময় এবং র্যালিশেষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।