ইবিতে অবশেষে চতুর্মুখী আন্দোলনের সমাধান
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৮ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ১০:৫৮ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ, ফোকলোর স্টাডিজ এবং কলা অনুষদের অন্তর্ভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং চারুকলা বিভাগের মধ্যে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চলমান শ্রেণিকক্ষ বরাদ্দকেন্দ্রিক সংকটময় পরিস্থিতি ও চতুর্মুখী আন্দোলনের সমাধান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব নসরুল্লাহ, সংশ্লিষ্ট কলা অনুষদের ডিন ড. এমতাজ হোসেন ও বিভাগের সভাপতিদের উপস্থিততে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি এক সভায় সবার সম্মতিতে সমাধানের পথে এগোয় তারা। প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে তৃতীয় তলায় আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ও ফোকলোর স্টাডিজ বিভাগ, চতুর্থ তলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও চারুকলা বিভাগ এবং পঞ্চম তলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন অফিসকে বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নবীনদের বরণে আল্পনায় সেজেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্র-নজরুল কলা ভবনে বরাদ্দকৃত রুম বুঝিয়ে দেওয়া দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বিপরীতে, রুম বরাদ্দ যৌক্তিকভাবে হয়নি দাবি করে পালটা কর্মসূচি পালন করে ডেভেলপমেন্ট স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পাল্টাপাল্টি অবস্থানের পর কাঙ্ক্ষিত সমাধান না পেয়ে ৪ তারিখ দুপুর থেকে প্রশাসন ভবনের সামনে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশনে বসলে উপাচার্যের আশ্বাসে ১২ ঘণ্টা পর ভোর ৪টায় অনশন ভাঙেন তারা। অপর দিকে আজ সকালে শ্রেণিকক্ষ বরাদ্দের দাবিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরাও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
উদ্ভূত পরিস্থিতির সুরাহা করতে আজ সকালে জরুরি সভা ডাকেন উপাচার্য নকীব নসরুল্লাহ। উপাচার্যের ডাকা সভায় উপস্থিত হয়ে আলোচনার ভিত্তিতে সংকটের যৌক্তিক সমাধান হয় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। চারুকলার বরাদ্দকৃত রুমগুলোই ফিরে পাচ্ছে বলে নিশ্চিত করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। পাশাপাশি ফোকলোর স্টাডিজ বিভাগের জন্য ডিন অফিসের জন্য থাকা রুম গুলো ছেড়ে দেওয়া হবে বলেও জানা গেছে।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিং নিষিদ্ধ ঘোষণা
এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, ‘আমরা ৪ তলায় থাকব। উপাচার্য, ডিন ও সভাপতিরা মিলে একটা যৌক্তিক সমাধানে আসা হয়েছে। শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি আতিফা কাফি বলেন, ‘আমরা বসে সর্বসম্মতিক্রমে একটা সমাধানে আসার চেষ্টা করেছি। আমরা তো প্রশাসনের বাহিরের কেউ না। ডিন স্যার প্রস্তাব করেছেন এসি সেটআপ করার শর্তে পাঁচ তলায় যেতে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমরা ৫ তলায় যাব।’
আরও পড়ুন: দুর্বৃত্তদের হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত
জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘চারুকলা বিভাগ বরাদ্দকৃত রুমেই থাকবেন। চতুর্থ তলায় ইসলামের ইতিহাসও আসবেন। বর্তমান তৃতীয় তলায় ডিন অফিস, কনফারেন্স রুম ছিল তা ফোকলোর স্টাডিজ বিভাগকে দেওয়া হবে। আমরা (ডিন অফিস) ৫ম তলায় চলে যাব। আর বিশ্ববিদ্যালয় কর্তৃক ৫ম তলায় ক্লাসরুমগুলো এসি সেটআপ করে দেওয়ার শর্তে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ৫ম তলায় যাবেন। আশা করি ভবিষ্যতে আরো কখনো শ্রেণিকক্ষকেন্দ্রিক এ ধরনের সমস্যা হবে না।’