ঘুষ চাওয়ার জের

কোটা সংস্কারের বিরোধিতা করা সেই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ছাত্র-জনতার গণপিটুনি

ইনসেটে ও গোল বৃত্তে শিক্ষা পরিদর্শক মনিরুল আলম
ইনসেটে ও গোল বৃত্তে শিক্ষা পরিদর্শক মনিরুল আলম  © টিডিসি ফটো

সরকারি কলেজে একটি কর্মশালায় গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে ছাত্র-জনতার হাতে গণপিটুনির শিকার হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুল আলম (মাসুম)। আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে ঘটনাটি ঘটেছে।

এর আগে গত ৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কোটা আন্দোলনকারী ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিতে দেখা গিয়েছিল ২৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার তিন মাস পর আজ দুপুরে কলেজটি পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত এক কর্মশালায় গিয়ে এই হামলার শিকার হলেন আওয়ামীপন্থী এই কর্মকর্তা। এ ঘটনার দুটি ভিডিও দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। সেখানে ওই কর্মকর্তাকে লাঞ্ছনা ও মারধর করতে দেখা গেছে।

৪ আগস্ট মাউশিতে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মনিরুল (গোল বৃত্তে)

এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাদাত হোসেন নামে একজন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, আজ দুপুরে কয়েকটি কলেজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই কর্মকর্তা প্রকাশ্যে সকলের কাছে ঘুষ দাবি করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিবেন বলে হুমকি দেয়। এই ঘটনা জানাজানি হলে শিক্ষার্থী এবং স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মারধর করেন। তিনি আরও জানান এর আগেও ঐ কর্মকর্তা প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিতেন। এই ছাড়াও তিনি বেগম খালেদা জিয়াকে নিয়েও কটূক্তিমূলক বক্তব্য দেন।

এই ঘটনার বিষয়ে জানতে চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ নুসরাত জাহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কলেজের ওয়েবসাইটে দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করা হলে প্রথমে তার সহকারী ফোন রিসিভ করে ম্যাডামকে দিচ্ছি বলে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারও ফোন করা হলে, তার সহকারী জানান, এ বিষয়ে অধ্যক্ষ ম্যাডাম কোনো মন্তব্য করতে রাজি নন।

আরও পড়ুন: কোটা সংস্কারের বিরোধিতা করে সমালোচনায় বিসিএস শিক্ষা ক্যাডার সমিতি

এ ঘটনা আলোচনায় আসার পরপরই শিক্ষা ক্যাডারদের মধ্যে মাসুমের অতীত কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, মনিরুল আলম (মাসুম) গত ৪ আগস্ট মাউশির সামনে ‘ফ্যাসিস্ট সরকারের’ সমর্থনে একটি মিছিলে নেতৃত্ব দেন। তদুপরি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালকের যোগদানের পরও তিনি এবং তার সহকর্মীরা, যাদের মধ্যে দিদার, ওয়াইস আল কুরনি, আসমা, সাদিয়া, কামরুন্নাহার উল্লেখযোগ্য সেখানে বহাল আছেন। তাদের বিষয়ে ঘুষের মাধ্যমে বিদ্যালয় ও কলেজ পরিদর্শন, যার কমিশন ডিআইএ’র ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত পৌঁছায় বলে অভিযোগ রয়েছে।

ডিআইএ’র বর্তমান পরিচালক কাজী আবু কাইয়ুমের মদদ থাকায় এই কর্মকর্তারা বদলির হাত থেকে রক্ষা পেয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার বিষয়ে জানতে সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুল আলমের (মাসুম) ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তাছাড়া ডিআইএ’র পরিচালক কাজী আবু কাইয়ুমের ব্যবহৃত মোবাইল ফোনেও একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence