নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২৪ PM
আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানকে কটূক্তি করা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে (১নং গেট) এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এ সময় তারা ‘শহীদদের নামে মিথ্যাচার চলবে না’, ‘ঊর্মির বহিষ্কার করতে হবে হবে’, ‘সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না’, ‘হাসিনার দোসরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদসহ শহীদদেরকে যে কটূক্তি করেছে আমরা তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানান দিতে চাই, আবু সাঈদ শহীদ হলেও তার সহযোদ্ধারা এখনো বাংলার মাটিতে আছে। তাকে নিয়ে কটূক্তি করলে আমরা সেটি মেনে নেব না। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই নতুবা আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবো।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এখনো আওয়ামী লীগের দোসরা আছে। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তা না হলে সরকারি একজন কর্মকর্তা এসব কথা কেমনে বলতে পারে। আমাদের ছাত্র সমাজকে এসব দোসরের বিরুদ্ধে সব সময় সজাগ থাকতে হবে।