বশেমুরবিপ্রবিতে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে আশুলিয়ায় শ্রমিক হত্যার বিরুদ্ধে মানববন্ধন
বশেমুরবিপ্রবিতে আশুলিয়ায় শ্রমিক হত্যার বিরুদ্ধে মানববন্ধন  © টিডিসি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আশুলিয়ায় শ্রমিক হত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এ সময় বশেমুরবিপ্রবি ছাত্র গণমঞ্চের আহ্বায়ক শান্ত শাহরিয়ার বলেন, কোনো যুক্তিতেই শ্রমিকদের মজুরি এতো কম হতে পারে না। রাষ্ট্র মালিক পক্ষের সন্তুষ্টির জন্য শ্রমিকদের উপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতোই নির্যাতন চালিয়ে যাচ্ছে।

বশেমুরবিপ্রবি ছাত্র গণমঞ্চের যুগ্ম আহ্বায়ক নিঘাত রৌদ্র বলেন, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির মধ্যে যখন শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে রাস্তায় দাঁড়ায়, তখন বড়লোকের রাষ্ট্র শ্রমিকদের গুলি উপহার দেয়, অথচ এই গুলিও কেনা শ্রমিকের টাকায়। এই সরকার এতো দ্রুত শ্রমিকের রক্তে হাত রঞ্জিত করে একই সাথে আমাদের হতাশ করেছে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়েছে।

আরও পড়ুন: সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত এক

বশেমুরবিপ্রবি ছাত্র ইউনিয়নের সহ সভাপতি সূবর্ণা রায় সমাপনী বক্তব্য দিয়ে মানববন্ধন শেষ করেন।

উল্লেখ্য, সোমবার (৩০ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ায় শ্রমিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসাইন খান (২৭) নামের একজন শ্রমিক নিহত হন। এছাড়া চারজন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ শ্রমিক আহত হন। 


সর্বশেষ সংবাদ