বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করা হবে: জবি উপাচার্য
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, এই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন বেগম খালেদা জিয়া। এখন তার নামফলকও ক্যাম্পাসে নাই। সেগুলো পুনঃস্থাপন করা হবে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপাচার্য আরও বলেন, সবাইকে একসাথে চলতে হবে, স্বৈরাচারকে ঠেকাতে হবে এবং সবাই মিলে সফলতা অর্জন করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে বলেন, কনসালট্যান্টের নিয়োগ দিয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের কাজ করা হবে।
ছাত্র রাজনীতি নিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ নয় এ সংস্কৃতি পরিবর্তন করে গনতান্ত্রিক চর্চা করতে হবে। সমাবর্তনের বিষয়ে জানান, আমরা সবাই চাই সমাবর্তন হোক। আমি ভাবছি পরবর্তী কনভোকেশন নতুন ক্যাম্পাসে করতে পারি কিনা।