কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি ও দুই হলের হাউজ টিউটররা পদত্যাগ করেছেন। প্রক্টরিয়াল বডি থেকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. কাজী ওমর সিদ্দিকী ছাড়াও সহকারী প্রক্টর মো. জাহিদ হাসান, অমিত দত্ত ও আবু ওবায়দা রাহিদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন আরেক সহকারী প্রক্টর শারমিন সুলতানা।

শনিবার (১০ আগস্ট) রাত ১১টায় রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক। 

এ ছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের হাউজ টিউটর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইসিটি বিভাগের প্রভাষক কাশমী সুলতানা ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সজীব রহমান।

মো. আমিরুল হক বলেন, ‘আমি প্রক্টরিয়াল বডির সবার এবং দুই হলের হাউজ টিউটরের পদত্যাগপত্র পেয়েছি।’ তারা বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।’

এর আগে আজ সন্ধ্যায় কুবি উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের জন্য বেঁধে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বয়করা। এসময় রাতের মধ্যে পদত্যাগ না করলে আজ রোববার উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তারা। 

পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এছাড়া অন্য কিছু বলতে পারব না।’

সমন্বয়কদের আল্টিমেটাম দেওয়ার পূর্বেই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence