আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি ক্যারিয়ার নিয়ে হতাশায়

০৭ জুন ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫২ দশমিক ৪ শতাংশের মাথায় একবার হলেও আত্মহত্যার চিন্তা এসেছে। এর মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশায় ৩০ শতাংশ শিক্ষার্থীর মাথায় আত্মহত্যার চিন্তা আসে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৭০ জন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর চালানো এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (৭ জুন) “বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ”-শীর্ষক সমীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ‘আঁচল ফাউন্ডেশন’।

আঁচল ফাউন্ডেশনের তথ্য মতে,  শিক্ষার্থীর আত্মহত্যা ভাবনার পেছনে প্রধান কারণ হলো শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে হতাশা। এ সকল শিক্ষার্থীদের মধ্যে ৩০ শতাংশ ক্যারিয়ার নিয়ে হতাশায়, ১৬.২ শতাংশ বাবা-মায়ের সাথে অভিমানের ফলে, ৯.৭ শতাংশ প্রেমঘটিত বিষয়ে, ৯ শতাংশ অর্থনৈতিক সমস্যাগ্রস্ত হয়ে, অন্যরা তুচ্ছ তাচ্ছিল্য করায় ৪.৩ শতাংশ এবং ৩০.৮ শতাংশ শিক্ষার্থী অন্যান্য বিভিন্ন কারণে আত্মহত্যা করার চিন্তা এসেছে বলে জানিয়েছেন।

ফাউন্ডেশনটির এবারের সমীক্ষায় মোট ১৫৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মাঝে বয়সের পরিসীমা অনুযায়ী ১৭-২২ বছর বয়সী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ৫৮০ জন বা ৩৬.৯৪ শতাংশ, ২৩-২৬ বছর বয়সী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ৯১৯ জন বা ৫৮.৫৩ শতাংশ এবং ২৭-৩০ বছর বয়সী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ৭১ জন বা ৪.৫৩ শতাংশ।

লিঙ্গ ভেদে ১৫৭০ জন শিক্ষার্থীর মাঝে ৭৫৬ জন বা ৪৮.১৫ শতাংশ পুরুষ,  ৮১৩ জন বা ৫১.৭৮ শতাংশ নারী এবং তৃতীয় লিঙ্গের ১ জন বা ০.০৬৪ শতাংশ শিক্ষার্থী জরিপে অংশগ্রহণ করেছেন। জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো ২৫১ জন বা ১৬.০০ শতাংশ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো ২৫৪ জন বা ১৬.২ শতাংশ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো ৩৬৯ জন বা ২৩.৪ শতাংশ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলো ৩৪০ জন বা ২১.৭ শতাংশ, মাস্টার্সের শিক্ষার্থী ছিলো ৩৪১ জন বা ২১.৭ শতাংশ এবং সদ্য গ্র্যাজুয়েট ছিলেন ১৫ জন বা ১.০০ শতাংশ।

মানিকগঞ্জে জাপার সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
এমপি হলে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না হাসনাত আবদুল্লাহ
  • ০৪ জানুয়ারি ২০২৬
বাবা পরীক্ষার ফি দিতে না পারায় অভিমানে কিশোরের আত্মহত্যা
  • ০৪ জানুয়ারি ২০২৬
উড়োচিঠিতে বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি, বাসায় পাঠানো হলে…
  • ০৪ জানুয়ারি ২০২৬
মোবাইলের শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই’
  • ০৪ জানুয়ারি ২০২৬