ইবি ছাত্রলীগ নেতার প্লেটে বাসি মাংস, দোকান বন্ধ

ঢাকা বিরিয়ানি হাউস
ঢাকা বিরিয়ানি হাউস  © সংগৃহীত

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড়ে একটি খাবারের দোকানে বাসি মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় খাবার খেতে গিয়ে বাসি খাবার পরিবেশনের অভিযোগ করেন। পরে দোকানটি বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

জানা যায়, নাসিম আহমেদ জয় ‘ঢাকা বিরিয়ানি হাউস’ নামে ওই দোকানে মোরগ পোলাও অর্ডার করেন। খাবার খেতে গিয়ে সন্দেহ হয় মাংস বাসি। বিষয়টি দোকানদার মালিককে জানালে বাবুর্চি ভুল করে দিয়েছেন বলে তিনি বিষয়টি স্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ক্যাম্পাস অভ্যন্তরে একটা রেস্তোরাঁ এভাবে পচা খাবার বিক্রি করছে এটা কখনো মানা যায় না। এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ঠকানো হচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এ ঘটনার বিচার চাচ্ছি।’

এ বিষয়ে দোকানের কর্মচারী বাবুর্চির ওপর দোষ চাপিয়ে বলেন, ‘একজন শিক্ষার্থী খাবার খেতে আসলে তার প্লেটে যে খাবারটা দেয়া হয়েছিল তাতে একটু সমস্যা ছিল। কিন্তু এ ব্যাপারে আমি জানতাম না। এদিকে বাবুর্চি হয়তো আগের খাবারের সাথে নতুন খাবার মিক্স করে দিয়েছিল। বাবুর্চি ভুল করে থাকলে দোকানের কর্মচারী হিসেবে এতে আমার কিছু করার থাকে না।’

সার্বিক বিষয়ে সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে খারাপ খাবারের বিষয়টি বিবেচনা করে আমরা সাময়িক দোকানে তালা লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

 

সর্বশেষ সংবাদ