জবি কর্মকর্তা সমিতির সভাপতি কাদের, সম্পাদক কামরুল 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নতুন সভাপতি মো. আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নতুন সভাপতি মো. আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান।   © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্র দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল কাদের ওরফে কাজী মনির এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. কামরুল হাসান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি কর্মকর্তা সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. আব্দুল কাদের ১৬১ ভোট এবং মো. কামরুল হাসান ১৭১ ভোট পেয়ে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১২৮ ভোট পেয়ে সহ-সভাপতি পদে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রী শেখর মন্ডল, ১৫৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এবং ১৩৬ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের মো. মাকসুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে সংগীত বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১৫২ ভোট পেয়ে অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার মৌসুমী আচার্য্য এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৬৭ ভোট পেয়ে সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মাসুদ আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদস্য পদে ১৩৯ ভোট পেয়ে অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম মিয়া, ১৩৬ ভোট পেয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. জহুরুল আলম এবং সমান সংখ্যক ১১৭ ভোট পেয়ে পরবর্তীতে লটারির মাধ্যমে এআইএস বিভাগের সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মোক্তার হোসেন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হয়ে সভাপতি আব্দুল কাদের (কাজী মনির) বলেন, আমরা পূর্বেও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ও কর্মকর্তাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। আগামীর দিনগুলোতেও আমরা সেসব কর্মকাণ্ডগুলো বজায় রাখার চেষ্টা করবো বলে আমরা আশা রাখি।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় রূপান্তরে উপাচার্য মহোদয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চাই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাচন ২০২৪-এর প্রধান নির্বাচন কমিশনার ও প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী ফলাফল ঘোষণা করেন। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ জামাল হোসেন।

নির্বাচনে ২৩৫ জন ভোটারের মধ্যে ২৩২ জন কর্মকর্তা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ