বাকৃবির বর্ষসেরা সাংবাদিক দ্যা ডেইলি ক্যাম্পাসের আমান উল্লাহ

সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সম্মানিত অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন
সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সম্মানিত অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন

প্রতি বছর সাংবাদিকদের কর্মদক্ষতা, সৃজনশীলতা ও লেখনীর গুণগত মানের ওপর ভিত্তি করে সেরা প্রতিবেদক ও ফিচার লেখক দুটি ক্যাটাগরিতে সেরা সাংবাদিক পুরস্কার প্রদান করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতি। এরই ধারাবাহিকতায় “বর্ষসেরা সাংবাদিক ২০২৩”-এর পুরস্কার পেয়েছেন শিক্ষাভিত্তিক জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের মো. আমান উল্লাহ।

শনিবার রাতে বাকৃবি সাংবাদিক সমিতির “কার্যনির্বাহী কমিটি ২০২৩”-এর দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় মো. আমান উল্লাহর হাতে বর্ষসেরা সাংবাদিকের সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী এবং সম্মানিত অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও বর্ষসেরা ফিচার লেখকের পুরস্কার পেয়েছেন মুসাদ্দিকুল ইসলাম তানভীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

সেরা সাংবাদিক হিসেবে অনুভূতি প্রকাশকালে মো. আমান উল্লাহ বলেন, সাংবাদিক সমিতির বর্ষসেরা সাংবাদিক হতে পেরে খুবই ভালো লাগছে। ২০২৩ সালের এক বছরের কাজের স্বীকৃতিস্বরূপ এই বর্ষসেরার পুরস্কার পাওয়া। ভালো লাগার জায়গা থেকেই সাংবাদিকতার কাজ করা। বাকৃবিসাসকে ধন্যবাদ জানাই আমাকে মনোনীত করার জন্য।

আরও পড়ুন: জাবির পাখি মেলায় অ্যাওয়ার্ড পেলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের জোবায়ের

বাকৃবি সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি আশিকুর রহমান  বলেন, সাংবাদিকদের সারা বছরের কাজের স্বীকৃতি এটি। এর ফলে যারা পুরস্কৃত হন, তারা আরও বেশি উৎসাহিত হন, পাশাপাশি অন্য সদস্যদের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম জাকির হোসেন বলেন, সেরা সাংবাদিক পুরস্কার প্রদানের মাধ্যমে সাংবাদিকদের উৎসাহিত করা হয়। তারা যেন আরও সুন্দর রিপোর্ট ও ফিচার লেখনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য অবদান রাখতে পারে, এমন প্রত্যাশা করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence