নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক পেলেন ইউজিসির পিএইচডি ফেলোশিপ 

ফেলোশিপ পাওয়া ৫ শিক্ষক
ফেলোশিপ পাওয়া ৫ শিক্ষক  © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষককে পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার ইউজিসির ওয়েবসাইটে পিএইচডি ফেলোশিপের জন্য নির্বাচিত গবেষকদের নামের তালিকা প্রকাশিত হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজ থেকে ৫৫ জন গবেষককে এবছর ফেলোশিপের জন্য নির্বাচন করা হয়।

নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ফেলোশিপপ্রাপ্ত গবেষকরা হলেন- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সোয়াইব মাহমুদ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা খানম, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাশকুরা রহমান (রিদম), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক  মো. আল্ জাবির ও সহকারী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভা।

ইউজিসির রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম বলেন, এবছর ইউজিসি পিএইচডি ফেলোশিপের জন্য ১৫২ জন গবেষক আবেদন করেছিলেন। এরপর নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে ৫৫ জন গবেষককে ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।


সর্বশেষ সংবাদ