খেজুর রসকে আন্তর্জাতিক স্বীকৃতির আহবান নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'রস-উৎসব' অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে বৃহত্তর রংপুর ডিভিশনাল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে খেজুর রসকে আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতির আহবান জানিয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

তিনি বলেন, আবহমান বাংলার রূপ-বৈচিত্র্যে শীতকালে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে খেজুর গাছ থেকে রস ও গুড় উৎপাদন বিশ্বের বুকে এক অভিনব ঐতিহ্য। এর মাধ্যমে কৃষক যেমন লাভবান হয়, সাধারণ মানুষও অনেক উপকৃত হতে পারে। 

অধ্যাপক সৌমিত্র এসময় খেজুর রসকে আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতির আহবান জানান। পাশাপাশি তিনি নিপাহ ভাইরাসের বিষয়ে সচেতন থেকে অভিনব পদ্ধতির মাধ্যমে রস উৎপাদনের কথা বলেন। যাতে এ ভাইরাস প্রতিরোধ করে এই ঐতিহ্যকে যুগযুগ ধরে টিকিয়ে রাখা যায়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ