ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা স্থায়ী বহিষ্কার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার জাকির হোসেনসহ দুজনকে চাকরি থেকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চূড়ান্ত বরখাস্ত হওয়া অপর কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়টির উপ-রেজিস্ট্রার আবু হানিফা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশ, শিক্ষা মন্ত্রণালয়ের পত্রের নির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ অর্থ বছরের সরকারি নিরীক্ষা আপত্তিসমূহে তাদের নিয়োগ সংক্রান্ত আপত্তিসমূহ এবং গত মাসের ২ তারিখে অনুষ্ঠিত ৩০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটি কর্তৃক অভিযুক্তের জবাবসমূহ যাচাই-বাছাই-এর আলোকে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
এরপর গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩১তম সভার সিদ্ধান্ত মোতাবেক বেআইনীভাবে নিয়োগপ্রাপ্ত জাকির হোসেন ও আবু হানিফার অবৈধ নিয়োগ বাতিলপূর্বক অবৈধ নিয়োগ সংক্রান্ত সকল আদেশ/প্রক্রিয়া/কার্যক্রম বাতিল করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং অফিস আদেশের তারিখ ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।