মাভাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

শেখ রাসেল দিবসে মাভাবিপ্রবির পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময়
শেখ রাসেল দিবসে মাভাবিপ্রবির পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময়  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান এবং শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী শেখ রাসেল হলে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধানদগণ উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শেখ রাসেল হলের সম্মুখে বৃক্ষ রোপণ করা হয়। 

এছাড়া বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ