বৃষ্টি ভেজা তিতুমীর ক্যাম্পাস
- মোঃ আমান উল্যাহ আলভী
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ PM
কেউ ভেজা পায়ে ছাতা হাতে কেউ বা নিচ্ছে মাথা গোছার ঠাই— যখন বৃষ্টি নামে এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে।
মাঝে মাঝে ছাতা হাতে হালকা বৃষ্টিতে ভিজে প্রিয় কারো পাশে হেঁটে চলা, সেই সাথে নতুন কিছু অনুভূতির জন্ম দেওয়া। আর প্রিয় সঙ্গীকে পাশে নিয়ে চলে যেতে মন চায় প্রিয় কোন স্থানে।
রাজধানীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের ভরা সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসে বর্ষার বৃষ্টিতে ধারণ করে এক মোহনীয় রূপ। যার প্রেমে পড়ে যায় বইয়ের ভেতরে সব সময় মুখ গুঁজে থাকা ক্লাস টপারেরও।
দলবেঁধে শিক্ষার্থীরা ভিজতে নামেন বৃষ্টির ধারায়। গ্লানি মুছে আর জরা ঘুচিয়ে সে তারুণ্য মেতে থাকে প্রকৃতির টুপটাপ সুরে। হাতের মুঠোয় থাকা ক্যামেরায় সওয়ার হয়ে সে উচ্ছ্বাসের ছিটে লাগে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো ভার্চুয়াল দুনিয়াতেও।
ক্যাম্পাসের সবুজ মাঠ আরো সবুজ হয়ে উঠে বৃষ্টির পরে। রাস্তার দুই পাশে থাকা গাছগুলো যে আরো সজীব হয়ে উঠে। গাছে থাকা পাখির বাসা যখন বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যায় তখন তাদের কিচিরমিচির আওয়াজে আরো মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের মনে লাগে স্নিগ্ধহাওয়া তখন বন্ধুরা মিলে একসাথে গানের আসর বসে।