র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই বহিষ্কার করবে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানি করেছে কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। 

আরও পড়ুন: চবির শাটল ট্রেন দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩ শিক্ষার্থী আইসিইউতে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ গইনয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ