ইকবালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
মুখে কালো কাপড় বেঁধে কুবিতে মৌন মিছিল
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১০:১৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১০:১৫ PM
সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে আইনবহির্ভূত বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।
আজ সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্তর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে সেখানে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।
মৌন মিছিল ও অবস্থান কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহা. মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইত্তেফাকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস, আজকালের খবরের প্রতিনিধি মীর শাহাদাত, সময়ের আলোর প্রতিনিধি এবিএস ফরহাদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মঈনুদ্দিন ইরফান, দৈনিক শেয়ার বীজের প্রতিনিধি শাহীন আলম, মানবজমিনের প্রতিনিধি সাঈদ হাসান, মানবকণ্ঠের প্রতিনিধি জুবায়ের রহমান, ভোরের ডাক প্রতিনিধি রকিবুল হাসান, দেশ রূপান্তরের প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মানসুর আলম, খোলা কাগজের প্রতিনিধি হাছিবুল ইসলাম সবুজ, আমার বার্তার প্রতিনিধি চৌধুরী মাসাবিহ, কালবেলার প্রতিনিধি আবু শামা, সারা বাংলার প্রতিনিধি রাজিব হোসাইন, দেশের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসাইন, আজকের দৈনিকের প্রতিনিধি তুষার ইমরান, নয়া শতাব্দীর প্রতিনিধি তানভীর সালাম অর্ণব, দৈনিক অধিকারের প্রতিনিধি আনিসুর রহমান, ডেইলি দর্পনের প্রতিনিধি জুবায়ের, চ্যানেল অনলাইনের প্রতিনিধি ফারিহা জাহান, ডাকঘরের প্রতিনিধি শাহিন ইয়াসার সহ অন্যান্যরা।
এদিকে, এই ঘটনায় আজ সোমবার দেশের ৩টি বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
প্রসঙ্গত, গত ৩১শে জুলাই উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশ করায় ৩ আগস্ট সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।