ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আব্দুর রহমান-শাহাদাত 

নর্ব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক
নর্ব নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক  © ফাইল ফটো

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) এর নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে সভাপতি হয়েছেন মো. আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহাদাত হোসাইন৷ 

মঙ্গলবার (৩১ জুলাই)  ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং ডিসিডিএস এর চিফ মডারেটর প্রফেসর ড. আবু সৈয়দ মো: আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়৷ 

কমিটিতে পদ পাওয়া অন্যান্যরা হলেন,  সহ-সভাপতি (প্রশাসন) মোঃ সিরাজুল হোসাইন, সহ-সভাপতি (বিতর্ক ও কর্মশালা), আরিফ হাসান, সহ-সভাপতি (তথ্য ও গবেষণা) তোফায়েল আহমেদ৷ 

যুগ্ম-সাধারণ সম্পাদক (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব , যুগ্ম-সাধারণ সম্পাদক  (বিতর্ক ও কর্মশালা, বাংলা) আহনাফ জিনান, যুগ্ম-সাধারণ সম্পাদক (বিতর্ক ও কর্মশালা, ইংরেজি) গাজী মাহতাব, যুগ্ম-সাধারণ সম্পাদক (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক আবু বকর সাঈম, বিতর্ক সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক এ এস এম সায়েম, প্রচার সম্পাদক রবিউল চোকদার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ শাহজালাল, প্রকাশনা সম্পাদক আরমান হোসেন, লিয়াজোঁ ও যোগাযোগ সম্পাদক আল-আমিন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্ণব ঘোষ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাগর খান, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক তৌহিদ অন্তর, পাঠাগার সম্পাদক অনিক কুমার রায় ও কার্যনির্বাহী সদস্য হিসেবে পদ পেয়েছেন  ইমরান হোসাইন, মোঃ মিজানুর রহমান, ইবনে মসউদ স্বরূপ এবং আহসান ফয়েজ৷

ডিসিডিএসের নতুন কমিটির সভাপতি আব্দুর রহমান বলেন, বিতর্ক একটি শিল্প। শিল্প মানেই সৌন্দর্যের বহিঃপ্রকাশ। সমসাময়িক পুঁজিবাদী বিশ্বে আমি ঠিক অন্যেরা ভুল এমন মানসিকতার মানুষের আধিক্য। এসব ধারণা থেকে বেরিয়ে এসে যৌক্তিক সমাজ গঠনে বিতর্কের ভূমিকা অনস্বীকার্য। এ-রই ধারাবাহিকতায় দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজে বিতর্কের বিপ্লব শুরু হয়েছিল ৯০ই এর দশকে। সময়ের পরিক্রমায় পারিপার্শ্বিক চাহিদার প্রেক্ষাপটে এখানে বিতর্ক চর্চার রুপ বদলেছে। একাধারে উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত বিতর্ক চর্চা হচ্ছে।

তিনি বলেন, দেশের বিতর্ক অঙ্গনের পথচলায়  ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির অর্জনের ঝুলি অনেক সমৃদ্ধ। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখার সর্বপ্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জয় পরাজয় ছাপিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে যৌক্তিক জাতি গঠনে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি সর্বদা কাজ করে যাবে। খোঁজ করলে দেখতে পাবেন অপরাধীদের তালিকায় বিতার্কিকদের নাম তেমন নেই বললেই চলে। কাজেই বিতর্কের প্রয়াস সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে ডিসিডিএস পরিবার বদ্ধপরিকর।

ডিসিডিএস এর সাফল্যের ধারা বজায় রাখতে এবং বিতর্ক অঙ্গনে ঢাকা কলেজের পরিচয়কে আরো সমৃদ্ধ করতে সকলকে সাথে নিয়ে কাজ করা হবে উল্লেখ করে সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, বিতর্ক এমন একটি সহশিক্ষা কার্যক্রম যেখানে প্রায় সকল বিষয়ে  জ্ঞানার্জন করা যায়। অর্থনীতি, রাজনীতি, ভূ-রাজনীতি, সামাজিক সমস্যা, সাহিত্য সহ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কে আলোচনা হয়। বিতর্ক একজন শিক্ষার্থীকে সৃজনশীল হয়ে উঠতে প্রত্যক্ষ ভাবে সহায়তা করে।

ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন যাবৎ বিতর্ক অঙ্গনে ঢাকা কলেজকে প্রতিনিধিত্ব করে আসছে। বিভিন্ন সময়ে জাতীয় বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হওয়া সহ অন্যান্য সফলতা সম্পর্কে কমবেশি সকলেই জানে। আমরা এসব সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence