গাছ লাগানো ও পরিচর্যার কথা বলেছিলেন বঙ্গবন্ধু: সৌমিত্র শেখর

বক্তব্য দিচ্ছেন  ড. সৌমিত্র শেখর
বক্তব্য দিচ্ছেন ড. সৌমিত্র শেখর  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, আমরা নানা জায়গায় গাছ লাগাই, কিন্তু পরে পরিচর্যা করি না। এখন ফেসবুক হওয়ায় নানা জায়গায় গাছ লাগানোর পর ফেসবুকে দেওয়া এবং তারপর আর খোঁজ না রাখার প্রবণতা দেখি, বঙ্গবন্ধু কিন্তু সেই কথা বলেননি। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) 'গাছ লাগাই, রক্ষা করি' প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বজ্র প্রতিরোধী ২০টি বুদ্ধ নারিকেল গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর। কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে কেন্দ্রীয় খেলার মাঠের চারদিকে ২৬৫টি এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৭৫৭টি বৃক্ষরোপণ করা হবে।

আরও পড়ুন: রাবির 'সি' ইউনিটের বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ

তিনি আরো বলেন, আমরা মূলত পরিকল্পনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ করছি। গাছ লাগানোর ক্ষেত্রে অনেকেই সহযোগিতা করছে। আমরা পরিকল্পনা অনুসারে আরো গাছ লাগাবো। সবাইকে সহযোগিতা করতে হবে কারণ এটি একক কোনো কাজ নয়।

এসময় আরও উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, রেজিস্ট্রার (অ.দা.) প্রকৌশলী হাফিজুর রহমানসহ অন্যরা। 

বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য সচিব দ্রাবিড় সৈকত জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রক্তন, বুদ্ধ নারিকেল, সুলতান-চাঁপা, উদাল, সুপারি, অশোক, নাগলিঙ্গম, কুরচি, লোহা, গর্জন, শিমুল, পলাশ, আমলকি, বহেরা, হরতকি, নাগেশ্বর, পুত্রঞ্জীব, ঢাকিজাম, লাল সোনাইল, টিকোমা, সিভিটসহ নানা প্রজাতির গাছ লাগানো হবে। এরমধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে ২৬৫ টি চারা ও বাকি গুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোপণ করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ক্যাম্পাস যেমন সবুজ হয়ে উঠবে তেমনি বৃক্ষবৈচিত্র্যে ভরে উঠবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence