শাকিল-অপুর নেতৃত্বে লেবুখালী ইউনিয়ন পাবলিকিয়ানের যাত্রা শুরু
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৫:৩৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৫:৩৫ PM

স্বপ্ন দেখি,স্বপ্ন দেখাই ও স্বপ্ন বাস্তবায়ন করি স্লোগানকে প্রতিপাদ্য করে যাত্রা শুরু করেছে লেবুখালী ইউনিয়ন পাবলিকিয়ান। দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটি গঠিত হয়েছে। নবগঠিত এ সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ শাকিল হাওলাদার এবং সদস্য সচিব বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোঃ রাকিবুল ইসলাম অপু।
নবগঠিত সংগঠনে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোঃ তুহিন রায়হান, মোঃ রুবেল, গাজী মোহাম্মদ মহিবুল্লাহ এবং মোঃ ফয়সাল।
সদস্য হিসেবে আছেন মোঃ নাঈম, মোঃ রাজিব,মোঃ মুসা, সঞ্জয় কুমার মন্ডল, শাকিল আহমেদ রনি,মোঃ মাজহারুল ইসলাম ইমু, মোঃ জহিদুল ইসলাম,মোঃ খাইরুল ইসলাম শুভ, এইচ এম হাসিব, মোঃ শাকিলুর রহমান শামীম, মোঃ কামাল হোসেন,মোঃ কাওছার, গোপাল, মোঃসাফায়েত,মোঃ ইব্রাহিম মৃধা,মোঃ নোমান,মোঃ আরিফ হোসাইন, মাহমুদুল হাসান ইসমাইল, পাপড়ি এবং সুমাইয়া।
সংগঠনের উদ্দেশ্য নিয়ে জানতে চাইলে আহ্বায়ক মোঃশাকিল হাওলাদার জানান, লেবুখালী ইউনিয়নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বৃন্দ সম্মিলিত ভাবে অসহায়, দুস্থ শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে আমাদের এই সংগঠন গঠন করেছি। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য দৃঢ় চিত্তে অসহায় এবং অবহেলিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি যাতে আমরা আমাদের কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যেতে পারি এবং এ ইউনিয়ন সহ দেশের মানুষের পাশে সব সময় দাড়াতে পারি।
সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম অপু বলেন, আমরা লেবুখালী ইউনিয়ন তথা এই সমাজের জন্য কাজ করতে চাই। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই। আমরা বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা ও দিকনির্দেশনা দেব। এই সংগঠন শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে যেমন কাজ করবে তেমনি শিক্ষার্থীদের মাঝে আন্তঃযোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।