সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১১:০৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ সরকারি কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের সংশ্লিষ্ট বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১৭ জুন) সকাল এগারোটায় রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর বারোটা পর্যন্ত৷
রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা হচ্ছে। কেন্দ্র গুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, নটরডেম কলেজ, গভর্নমেন্ট কলেজ অব এ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (সাবেক হোম ইকনোমিকস কলেজ), সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এন্ড কলেজ, উইলস লিটর ফ্লাওয়ার স্কুল এবং আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ।
ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৮ হাজার ৬১৯টি। বিপরীতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ টি।
অপরদিকে সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই কেন্দ্রের সামনে শিক্ষার্থী অভিভাবকরা ভিড় করেছেন ৷ তারা জানান, রাস্তায় যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই কেন্দ্রের সামনে হাজির হয়েছেন ৷
আরও পড়ুন: সাত কলেজের বিজ্ঞানের পরীক্ষা ১০০ নম্বরে, পরীক্ষা যে সিলেবাসে
পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় ৷ ব্যাগ, ঘড়ি, মোবাইল সহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে অতিরিক্ত পুলিশও মোতায়েন রয়েছে৷
পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক দিক নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্রে আসন বিন্যাস করেছি। পরীক্ষার্থীরা যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। আশা করছি কোনরকম অনাকাঙ্খিত অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে।