শেখ হাসিনা ইনস্টিটিউটের ছাত্রাবাসে গাঁজার গাছ রেখে শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষার্থী

শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, জামালপুর
শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, জামালপুর  © ফাইল ফটো

ছাত্রাবাসে গাঁজার গাছ রেখে শাস্তি পেতে যাচ্ছেন জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ১১ শিক্ষার্থী।

গত ২ জুন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছাত্রাবাস থেকে একটি গাঁজার গাছ, সাতটি মদের খালি বোতল ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করে। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার আইএইচটির একাডেমিক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা, প্রভাষক ডাক্তার শাহ মো. মোখলেছুর রহমান ও সহকারী পরিচালক ডা. মুহাম্মদ রবিউল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পরিপত্রের তথ্য অনুযায়ী, আইএইচটির ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র রেদোয়ান আল রাফি এবং মাহবুবুর রহমান সায়েমকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করাসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল বিভাগের ছাত্র আহসানুল্লাহ রায়হান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র রিফাত ফারাজিকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন, ডেন্টাল বিভাগের সাদমান হোসেন এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের সাজিদ কারীম অর্ণবকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, ২০২০-২১ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের ছাত্র সালাউদ্দিন খোকা, রেডিওলজি বিভাগের হৃদয় পারভেজ, ল্যাবরেটরি বিভাগের ছাব্বির হোসেন খান ও ২০২১-২২ শিক্ষাবর্ষের রেডিওলজি বিভাগের মো. রনিকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কারসহ ছাত্রাবাসের সিট বরাদ্দ বাতিল করা হয়েছে। 

আইএইচটির অধ্যক্ষ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে ১১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় আইএইচটির ছাত্রাবাসে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ল্যাবরেটরি বিভাগের ছাত্র দায়েমুল ইসলাম জীবন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানে জরুরি বিভাগের ভেতরে ঢুকে তাঁকে মারধরের চেষ্টা চালায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে রাত ৮টার দিকে ইসলামপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। 

পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ইসলামপুর থানার পুলিশের রাতভর যৌথ অভিযানে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ থেকে মাদক গ্রহণের সরঞ্জাম, মদের বেশ কিছু খালি বোতলসহ টবের মধ্যে রোপণকৃত একটি গাঁজার গাছ জব্দ করা হয়। এ নিয়ে জামালপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence