কুবি চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিসকাত-মাসুম

কুবি চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিসকাত-মাসুম
কুবি চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মিসকাত-মাসুম  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মিসকাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম।

সোমবার (১৫ মে) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সাদেক হোসেন সোহেল, আশরাফ মুন্না, অর্ণব ধর, শাহাদাত নিলয়, সানি আদনান মুহাম্মাদ শওকতুর রহমান, শমসেদ হোসেন, এমরান কবির, মিজানুর রহমান আরিয়ান, আশরাফুল ইসলাম, রাকেশ চৌধুরী, মোহাম্মদ এহসান, মহিম ইসলাম, মো. জামশেদুল ইসলাম, সুমাইয়া তাবাচ্ছুম।

এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজবাহুল জান্নাত, মো. রাফি, শাহীন আলম, মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম গণি, নিলাশ ধর, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, নাজিম উদ্দিন মধু, সায়েদুল ইসলাম চৌধুরী, আবরার মোস্তফা, তৈয়ব উদ্দীন, মো: বদরুদ্দীন।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান সায়েম, ফারদিন ইসলাম, দপ্তর সম্পাদক গোলাম দস্তগীর, রিয়া দাশ, শামসের তাবরিজ চৌধুরী, অর্থ সম্পাদক মিনহাজ উদ্দীন, আসিফুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দীন, আব্দুল্লাহ আল মতিন, উপ ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদুল ইসলাম, আদনান আলম, ইসরাত বিন সরওয়ার ও মিনহাজ।


সর্বশেষ সংবাদ