চারদিনেও খোঁজ মেলেনি বেরোবি ছাত্র মোতালেবের

মো. আব্দুল মোতালেব হোসাইন
মো. আব্দুল মোতালেব হোসাইন  © ফাইল ছবি

নিখোঁজের চারদিনেও খোঁজ মেলেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী মো. আব্দুল মোতালেব হোসাইনের। তিনি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গত ৬ মে নিখোঁজ হয়েছিলেন। ক্যাম্পাস সংলগ্ন নিজ মেস থেকে পার্কের মোড়ের দিকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ মোতালেব বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। মোতালেব বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় মেসে থাকতেন।

জানা যায়, গত শনিবার দুপুর ২টার দিকে সে পার্কের মোড়ের উদ্দেশে মেস থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোতালেব মেসে থেকে চাকরির জন্য পড়াশোনা করতেন। নিখোঁজের ব্যাপারে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানায় তার বাবা ছামাদ মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিখোঁজ বেরোবির মোতালেব

এ বিষয়ে তার বাবা ছামাদ মিয়া বলেন, আমার বাবার চার দিন থাকি কোনো কথা শুনি না। কোথায় আছে, কিভাবে আছে কিচ্ছু জানি না। আমি আমার কইলজার টুকরাক আমার বুকোত ফেরৎ চাই। তার সহপাঠীরা বলেন, অতি দ্রুত আমাদের বন্ধুকে আমরা আমাদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরৎ চাই।

বিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বনী বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। মোতালেবকে উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে চলছে। সাধারণ ডায়েরি প্রসঙ্গে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত খোঁজ মিলবে।


সর্বশেষ সংবাদ