বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৩:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
রাজধানীর সরকারি বাঙলা কলেজের ২৯তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন। এর আগে তিনি কলেজটির উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান অবসরে গেলে পদটি শূন্য হয়।
আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যকে ইউজিসির তলব
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ এর উপসচিব (অতিরিক্ত দায়িত্বে) কাজি মো আবদূর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ আগামী ১৮ এপ্রিল থেকে কার্যকর হবে।
অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন ১৪তম বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগদান করেন। এরপর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।