বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থী
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৫:৫২ PM , আপডেট: ২০ মার্চ ২০২৩, ০৫:৫২ PM
বিআরটিসি বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম সাবিকুন্নাহার লিন্ডা। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার (২০মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পাকিস্তানি মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী ক্লাস শেষে বাসায় ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি লাল বাস (১১ নং) তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
আরো পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি-ভিসিদের সভায় যে সিদ্ধান্ত হলো
কুমিল্লা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে সিটি স্ক্যান করতে বলেন এবং একদিনের জন্য পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেন।
এ বিষয়ে পরিবহন কর্মকর্তা স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমি ঘটনা জানি না, তবে খোঁজ নিচ্ছি। তদন্তের মাধ্যমে ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।