ইবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

ইবিতে পরিসংখ্যান দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
ইবিতে পরিসংখ্যান দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা  © টিডিসি ফটো

‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ নানা আয়োজন করেছে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিভাগটি এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে। এটি পরিসংখ্যান বিভাগ থেকে শুরু হয়ে প্রশাসন ভবন প্রদক্ষিণ করে, টিএসসিসি হয়ে বিভাগটির সামনে এসে শেষ হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

আরও পড়ুন: র‍্যাগিংয়ে জড়িত ইবির পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

এছাড়াও আনন্দ শোভাযাত্রাটিতে বিভাগটির চেয়ারম্যান ড. মাহাবুবুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও বিভাগের সিনিয়র অধ্যাপক অধ্যাপক ড. কামাল উদ্দিন, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ও বিভাগটির অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রা শেষে বিভাগটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছে।

উল্লেখ্য, দেশে এবার চতুর্থবারের মত দিবসটি উদযাপিত হচ্ছে। এর আগে, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস ঘোষণা এবং দিবসটি উদযাপনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। 


সর্বশেষ সংবাদ