নোবিপ্রবিতে দুই মাসব্যাপী ‘রিসার্চ মেথোডলজি’ প্রশিক্ষণ কার্যক্রম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮ AM
শিক্ষার্থীদের মাঝে গবেষণার জ্ঞানকে ছড়িয়ে দিতে দুইমাস ব্যাপী ‘রিসার্চ মেথোডলজি’ শীর্ষক অনলাইনভিত্তিক প্রশিক্ষণ আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গবেষণা সংসদ। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে অনলাইনে এই কোর্সের কার্যক্রম শুরু হবে।
কোর্সের যা যা রয়েছে: গবেষণা কি, গবেষণার প্রয়োজনীয়তা, গবেষণার ক্ষেত্র, গবেষণার ধাপসমূহ, গবেষণার গুরুত্ব, জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়, জার্নাল চেনার উপায়, গবেষণাপত্র লেখা ও প্রকাশ, গবেষণার টুলস, ডাটা এনালাইসিস টুলস, গবেষণাভিত্তিক ওয়েবসাইট, আন্তর্জাতিক র্যাংকিং, স্কলারশিপ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১ জন শিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। আগ্রহী প্রার্থীরা কোর্সের রেজিষ্ট্রেশন অনলাইনে করতে পারবেন।
আবেদন করতে ক্লিক করুন এইখানে: https://forms.gle/4RGMrt5Wo4YjpVHv8
আবেদন ফি: ১৫০/- টাকা