বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৫ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৫ PM
২০২৩ শিক্ষাবর্ষের স্প্রিং সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুমিল্লা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে:
বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এ বি.এসসি
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.এসসি (CE)
ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)
মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস (অনার্স)
আইন ব্যাচেলর (এলএলবি)
কেন বিএআইএসইউটি-তে পড়া উচিত:
১। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত
২। একটি নির্দিষ্ট দৃষ্টি, মিশন, উদ্দেশ্য এবং মূল মান শিক্ষা
৩। রয়েছে দক্ষ ও যোগ্য অনুষদ সদস্য।
৪। সমস্ত প্রয়োজনীয় এবং সুসজ্জিত পরীক্ষাগার।
৫। অনাবাসীদের জন্য পরিবহন সুবিধা।
৬। পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা।
৭। দূষণমুক্ত সবুজ ক্যাম্পাস এবং নিরাপদ ও নির্মল পরিবেশে উপযোগী শিক্ষা।
৮। ফলাফল ভিত্তিক শিক্ষা কারিকুলাম (OBE) অনুসরণ।
৯। পেশাদার সার্টিফিকেট কোর্স অফার করে।
১০। ডিজিটাল রক্ষণাবেক্ষণ সমৃদ্ধ লাইব্রেরি।
১১। ১১টি ক্লাবের মাধ্যমে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম।
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে https://admission.baiust.ac.bd/cgi-sys/defaultwebpage.cgi
আবেদনের শেষ সময়: ১২ মার্চ ২০২৩
যোগাযোগ : 01756436655, 01572482331, 01856959403