বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জবি শিক্ষক সমিতির যাত্রা শুরু
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৪২ PM , আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ১০:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান।
এ সময় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমানসহ নতুন কমিটির সব শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২১ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম সভাপতি ও অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আরও পড়ুন: মারামারি-সংঘর্ষে বছর পার ঢাকা কলেজের, ৪ শিক্ষক-শিক্ষার্থীর বিদায়
সহ সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সরোয়ার আলম, কোষাধ্যক্ষ হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মালেক নির্বাচিত হয়েছেন।