ইবিতে ‘কাট মার্ক’ ৮০, দ্বিতীয় মেধাতালিকা ১৫ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ হয়। 

মেধাতালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, প্রথম মেধাতালিকায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে কাট মার্ক ৮০ এর বেশি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিন ইউনিটের মধ্যে ‘এ’ ইউনিটে ৮২.৬৯, ‘বি’ ইউনিটে ৮০.১৩ এবং ‘সি’ ইউনিটে সর্বনিম্ন ৮২.৫০ নম্বর পাওয়া ভর্তিচ্ছুরা মেধাতালিকায় স্থান পেয়েছেন।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া। তিনি বলেন, মেধাতালিকায় চান্সপ্রাপ্তদের নম্বর অনুযায়ী প্রথম মেধাতালিকার কাট মার্কস ৮০। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি ভর্তি প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা হতে ১১ নভেম্বর রাত ১১টা ৫৯মিনিটের মধ্যে GST ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রত্যেক আবেদনকারী তার আবেদনকৃত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। মেধাক্রম ও অন্যান্য তথ্য স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।


সর্বশেষ সংবাদ