ইবির পরিবহন পুলে যুক্ত হলো নতুন ৫ গাড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন ৫ টি গাড়ি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন ৫ টি গাড়ি  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হয়েছে নতুন ৫ টি গাড়ি। এর মধ্যে ৩টি ৫২ আসন বিশিষ্ট বাস ও ২টি হায়েচ শিতাতপ নিয়ন্ত্রিত (এসি) মাইক্রোবাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বহনের জন্য নিজস্ব পরিবহন ছিল ২১টি। নতুন ৫টি গাড়ি যুক্ত হয়ে এখন নিজস্ব পরিবহন ২৬টি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গাড়িগুলো উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক  ড. মাহবুবুর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, গাড়ি ক্রয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: মায়ের চেয়ে তিন বছরের বড় স্কুলশিক্ষক মেয়ে

পরিবহন অফিস সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বরাদ্দে বিশ্ববিদ্যালয়ের জন্য মোট ৫টি গাড়ি ক্রয় করা হয়। এর মধ্যে অশোক লেল্যান্ড কোম্পানির ৫২ আসন বিশিষ্ট তিনটি বাস ও টয়োটা কোম্পানির ২টি হায়েচ এসি মাইক্রোবাস রয়েছে। দুটি বাস শিক্ষার্থী এবং একটি বাস কর্মকর্তারা চলাচল করবে। প্রতিটি বাসের মূল্য ৪১ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্রতিটি হায়েচ এসি মাইক্রোবাসের মূল্য ৪৩ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকা।

এব্যাপারে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, বাস তিনটি কোন রুটে চলবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দ্রুতই এ সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও খুব দ্রুতই পরিবহন পুলে আরও একটি নতুন বাস সংযুক্ত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি গাড়ির প্রয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের। কারণ বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে সমান দূরত্বে এবং প্রান্তিক পর্যায়ে অবস্থিত। প্রতিদিন শিক্ষার্থীদের দুই জেলা থেকে কষ্ট করে ক্যাম্পাসে আসতে হয়। এই পাঁচটি গাড়ি নতুন করে যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তি কমবে।


সর্বশেষ সংবাদ