ইবিতে একাউন্টিং বিভাগের পুনর্মিলনী ১৭ই সেপ্টেম্বর

 ইবি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ পুনর্মিলনী উদযাপন
ইবি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ পুনর্মিলনী উদযাপন  © সংগৃহীত

আগামী (১৭ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ম বারের মত ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ পুনর্মিলনী উদযাপন করতে যাচ্ছে। হিসাববিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যকার এই মিলন-মেলার আয়োজন করা হবে।

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের তৈরী গুগল ফর্ম ও ফেসবুক গ্রুপের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করা হয়। সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন ফি ১ হাজার ও তাদের সাথে আগত অতিথিদের নিবন্ধন ফি ৫ শত টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন ফি ২ শত টাকা নির্ধারণ করা হয়।

বিভাগ সূত্রে জানা যায়, উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে স্নাতক সম্মানে ভর্তি হওয়া সকল গ্র্যাজুয়েটদের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়। সে হিসেবে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতি হবে।

আরও পড়ুন: মধ্যরাতে ইবির দুই হলে বিস্ফোরণ, আতঙ্ক

এদিকে দু’দফা উদ্যোগ নিয়েও পিছিয়ে নিতে হয়েছিল পুনর্মিলনী অনুষ্ঠানের সকল কার্যক্রম। কারণ হিসেবে জানা যায়, ২০২০ সালের ১৪ই মার্চ হওয়ার কথা থাকলেও তা বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। এছাড়াও পরবর্তীতে ২০২১ সালে দ্বিতীয় বারের মত উদ্যোগ নিয়েও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। সেই ধারাবাহিকতায় আগামী ১৭ই সেপ্টেম্বর ‘এলামনাই ’ পূর্বনির্ধারিত প্রোগ্রামটি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুনর্মিলনী অনুষ্ঠানের রংবেরঙের ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে।

বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন বলেন, আমরা রেজিস্ট্রেশন লিস্ট অনুসারে ৬টি বুথের মাধ্যমে পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে গিফট বিতরণ করবো।

তিনি আরও বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে যে সেতুবন্ধন রচিত হবে তার মধ্যদিয়ে বর্তমান শিক্ষার্থীরা ভবিষ্যৎ রচনার ক্ষেত্রে অনেকটা পথ প্রশস্ত হবে এবং অনুজদেরকে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করি।


সর্বশেষ সংবাদ