পরীক্ষায় প্রশ্নফাঁস বা অন্য কোনো সমস্যার খবর পাইনি: পিএসসি চেয়ারম্যান

পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন
পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন  © টিডিসি ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিসিএস) চেয়ারম্যান মো: সোহরাব হোসাইন বলেছেন, সারাদেশে চলমান ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্টে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, পরীক্ষা বাধাগ্রস্ত হচ্ছে বা কোন ধরনের  সমস্যা হচ্ছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শুরু হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যেহেতু এমন সংবাদ পাওয়া যায়নি তাহলে আর অপ্রিতীকর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই।

শুক্রবার (২৭ মে) সকাল ১১টার দিকে রাজধানী ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় আমরা লটারির মাধ্যমে সেট পছন্দ করে যাবতীয় কাজ সম্পন্ন করেছি। সব সময় আমরা দুজন সম্মানিত ব্যক্তির উপস্থিততিতে লটারি সম্পন্ন করে থাকি। এবছর অধ্যাপক ড. শওকত আলী স্যার এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়েছে।

এ বছর বিসিএস পরীক্ষায় সর্বমোট প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। যার মধ্যে ঢাকায় ১ লাখ ৮৪ হাজার ৩৩৯ জন, রাজশাহীতে ৩২ হাজার ৫৮১ জন, চট্টগ্রামে ৩০  হাজার ২২৯ জন, খুলনায় ২৫ হাজার ৯৬৭ জন, বরিশালে ১১ হাজার ৬৩৯ জন, সিলেটে ১০ হাজার ৫১৯ জন, রংপুরে ২৮ হাজার ৫৩২ জন এবং ময়মনসিংহে ২৬ হাজার ৯১০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।


সর্বশেষ সংবাদ