৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

সরকারি কর্মকমিশন (পিএসসি)
সরকারি কর্মকমিশন (পিএসসি)  © সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৮মে থেকে পরীক্ষা শুরু হবে।বৃহস্পতিবার  (১০ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।  

সূচি অনুযায়ী, প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ নম্বরের বাংলা (০০১) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের তিন ঘণ্টাব্যাপী পরীক্ষার মাধ্যমে আবশ্যিক বিষয় সমূহের লিখিত পরীক্ষা শেষ হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ হবে।

লিখিত পরীক্ষার সূচি 

 


সর্বশেষ সংবাদ