পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা

পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা
পদোন্নতি পেলেন পুলিশের ২৩ কর্মকর্তা  © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১২ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ৯ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ২ জনসহ সর্বমোট ২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত ৩ টি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে পদোন্নতি দেয়া হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

আরও পড়ুন: অস্ত্রধারী ছাত্রলীগ কর্মীদের বিষয়ে নির্বিকার প্রশাসন-পুলিশ

এর আগে গত ২৭ জুলাই পুলিশ পরিদর্শক পদে ২০ কর্মকর্তাক পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) ৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) ৮ ও পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ৩ জন।


সর্বশেষ সংবাদ