নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু

 নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সংস্থাটির জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এফডিআর করার নামে প্রতিষ্ঠানের অর্থ লোপাট, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ক্রয়, অবৈধভাবে বিলাসবহুল গাড়ির ব্যবহার, অর্থ আত্মসাতসহ একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক।

দুদক জানিয়েছে, গত ১১ নভেম্বর নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে যাবতীয় নথিপত্র তলব করে প্রতিষ্ঠানটির ভাইস চ্যান্সেলরকে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বসেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট, ঢাবি ও নর্থ সাউথ

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর পাঠানো চিঠিতে চাহিদা রেকর্ডপত্রের মধ্যে রয়েছে- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামে ২০১০ থেকে এখন পর্যন্ত জমি ক্রয় সংক্রান্ত চাহিদাপত্র, অনুমোদিত বাৎসরিক ক্রয় পরিকল্পনা প্রাক্কলন, রেজুলেশন, নোটশিট, প্রশাসনিক অনুমোদন, রেজিস্ট্রেশন দলিল, উল্লেখিত জমি ক্রয়ের বিপরীতে বরাদ্দ করা ব্যাংক চেক ও পে-অর্ডারের ছায়ালিপি।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে ২০১২ থেকে এখন পর্যন্ত গাড়ি বা মোটরযান ক্রয় সংক্রান্ত চাহিদাপত্র, অনুমোদিত বাৎসরিক ক্রয় পরিকল্পনা প্রাক্কলন, রেজুলেশন, নোটশিট, প্রশাসনিক অনুমোদন, উল্লেখিত গাড়ি ও মোটরযান ক্রয়ের বিপরীতে বরাদ্দ করা ব্যাংক চেক, পে-অর্ডারের কপি, রেজিস্ট্রেশন, শুল্কায়ন সংক্রান্ত রেকর্ডপত্রের ছায়ালিপি।

আরও পড়ুন: গুগলে চাকরি পেলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাকিব

গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির দুই ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা সদস্য আজিম উদ্দিন আহমেদ এবং এম এ কাসেম সিন্ডিকেটের দুর্নীতি, অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কর্মকর্তা ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দেয় দুদক। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা ও উপ-পরিচালক মোহাম্মদ ফয়সালকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নামে অনুমোদিত ব্যাংক হিসাবের তালিকাসহ সংশ্লিষ্ট নথিপত্র ছাড়াও
বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংক্রান্ত আইন ও নীতিমালার ছায়ালিপি, ক্রয় নীতিমালা ছায়ালিপি এবং সিন্ডিকেট ও বিভিন্ন কমিটির সিটিং অ্যালাউন্স দেওয়ার নীতিমালার নথিপত্র এবং ২০১৪ থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং বিভিন্ন কমিটির সিটিং অ্যালাউন্স বরাদ্দ সংক্রান্ত রেকর্ডপত্রের ছায়ালিপি।

আরও পড়ুন: এলএসডি উদ্ধার: ৫ দিনের রিমান্ডে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্টের তিন শিক্ষার্থী

চাহিদা করা নথিপত্র অতি জরুরি ভিত্তিতে পাঠানোর অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ