‘স্টুডেন্টস এক্টিভিটিস ফি’ মওকুফ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৯:৩২ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২০, ০৯:৩২ AM
করোনা মহামারির সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের আর্থিক চাপ কমাতে ‘স্টুডেন্ট এক্টিভিটিস ফি’ মওকুফ করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। চলমান ফল সেমিস্টারের জন্য এই ফি মওকুফ করা হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়েল জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।
এর পাশাপাশি বিজ্ঞতিতে বলা হয়, ফল ও বিগত ‘সামার’ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য শতকরা ২০ ভাগ ‘টিউশন ফি’ ছাড় দেয়া হয়। একইসাথে করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনেক শিক্ষার্থীকে ল্যাপটপ দিয়েও সহায়তা করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বার্থে যতটুকু করা সম্ভব তার সবই করবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।