জমকালো আয়োজনে নর্দান ইউনিভার্সিটিতে নবীন বরণ ও ফাল্গুন উৎসব

  © টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) নবীন বরণ ও ফাল্গুন উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার এনইউবি’র স্থায়ী এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনইউবি’র উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

নবীন বরণ ও ফাল্গুন উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির ও ট্রেজারার প্রফেসর ড. মো. একরামুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, ‘তথ্য-প্রযুক্তির যুগে তোমাদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠে দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে।’

কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমরা গর্বিত নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাস আমাদের এই এলাকাতে প্রতিষ্ঠিত হওয়ায়। আমরা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করতে চাই।’

বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ডের সচিব মো. মাহবুবুর রহমান বলেন, ‘তোমরা কোন বিশ্ব¦বিদ্যালয়ে লেখাপড়া করছো, সেটা বড় বিষয় না। তোমরা কি শিখছো এবং জাতীকে কি উপহার দিচ্ছো সেটাই দেখার বিষয়।’

দিনব্যাপী এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। বিকেলে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ