কিউএস হায়ার এডুকেশন সামিটে এআইইউবির অংশগ্রহণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৩:৪২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৮ PM

কুয়েতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট মধ্যপ্রাচ্য ২০২৫-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। গত ২০-২২ এপ্রিল গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘সোসাইটি ৫.০ হায়ার এডুকেশন অ্যান্ড স্কিলস ফর আ হিউম্যান সেন্টারড ফিউচার।’ এ সম্মেলনে এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন এআইইউবির পক্ষে প্রতিনিধিত্ব করেন। তাঁর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জসমূহ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়।
সম্মেলনের উদ্বোধনী সেশন এ উপস্থিত ছিলেন কিউএস কোয়াকক্যারেলি সায়মন্ডসের নির্বাহী পরিচালক আশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান নওয়াফ আরহামাহ, প্রেসিডেন্ট বাসসাম আলামেদ্দিন, আবুধাবি ইউনিভার্সিটির চ্যান্সেলর গাসসান আওয়াদ এবং অ্যাসোসিয়েশন অব আরব ইউনিভার্সিটিজের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আমর ইজ্জাত সালামা।
সম্মেলনের স্টেট অফ দ্য রিজিয়ন শীর্ষক প্যানেল আলোচনায় মধ্যপ্রাচ্যের শিক্ষা ও অর্থনৈতিক অগ্রগতির পরিবর্তন, প্রযুক্তিগত উন্নয়ন এবং উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনায় অংশ নেন খালিফা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল হাজরি, ইউনিভার্সিটি অব বাহরাইনের প্রেসিডেন্ট ফুয়াদ মোহাম্মদ আল-আনসারি, ওমানের মডার্ন কলেজ অব বিজনেস অ্যান্ড সায়েন্সের ডেপুটি এক্সিকিউটিভ চেয়ারপার্সন আইশা আল খারসি এবং প্রিন্স সুলতান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. আহমেদ বিন সালেহ আল-ইয়ামানি।
এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এআইইউবি উচ্চশিক্ষা খাতে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হয়েছে।