আইইউটিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন, বৈশ্বিক প্রকৌশল চর্চায় নতুন অধ্যায়ের সূচনা

আইইউটিতে আন্তর্জাতিক কনফারেন্স
আইইউটিতে আন্তর্জাতিক কনফারেন্স  © টিডিসি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে প্রথমবারের মতো ‘আইইউটি-ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (IUT-ICCET 2025)’ অনুষ্ঠিত হয়েছে । ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (FET)-এর উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্প খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। 

কনফারেন্সটির মূল লক্ষ্য ছিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (MPE) এবং সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (CEE) সহ বিভিন্ন মূল প্রকৌশল খাতে নতুন উদ্ভাবন ও সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা এবং জ্ঞান বিনিময়ের একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করা।

শুক্রবার (২৫ এপ্রিল) থেকে রবিবার (২৭ এপ্রিল) পর্যন্ত এ  কনফারেন্সের আয়োজন করা হয়। প্রথমবারের মতো আয়োজিত এ কনফারেন্সে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং যুক্তরাষ্ট্র (USA) থেকে গবেষণা নিবন্ধ জমা পড়ে।  এতে অংশগ্রহণ করে আইইউটি, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ডুয়েট, এআইইউবি, আইইউবিএটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএইউইটি), এমআইএসটি, জিএসটিইউ, হামদান বিন মোহাম্মদ স্মার্ট ইউনিভার্সিটি (UAE), জিপিএইচ ইস্পাত, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠান।

২৫ এপ্রিল ভার্চুয়াল কারিগরি সেশন দিয়ে সম্মেলনের সূচনা হয়। মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৬ এপ্রিল সকাল সাড়ে টায় আইইউটি অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন এবং কনফারেন্স চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনায়েত উল্লাহ পাটোয়ারী। ধন্যবাদ জ্ঞাপন করেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. এ.আর.এম. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে চারটি বিভাগের ফোকাল পারসনদের মধ্যে সম্মাননা স্মারক হিসেবে কনফারেন্স কিট প্রদান করা হয়। তারা হলেন, ড. আমিমুল আহসান (সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং), ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), ড. মো. আজম হোসেন (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), অধ্যাপক ড . আরাফাত আহমেদ ভূঁইয়া (মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং)।

সম্মেলনে ‘Optimizing Emergency Medical Services Response and Distribution in Saudi Arabia Using GIS, AHP, and Machine Learning’ বিষয়ক বক্তৃতা প্রদান করেন কিং সৌদ ইউনিভার্সিটির (KSA) কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমান্না। অন্যদিকে ‘A Model of Spin Diffusion in CPP Spin Valves’ বিষয়ে বক্তৃতা করেন দক্ষিণ কোরিয়ার কিয়ং হি ইউনিভার্সিটির ইনফরমেশন ডিসপ্লে বিভাগের সহযোগী অধ্যাপক ড. বায়ে বুকার ডিউফ।

সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যায় উত্তরার মেরিটন বুফেতে এক গালা ডিনারের আয়োজন করা হয়। এছাড়া 
সম্মেলনের শেষ দিন আয়োজিত হয় একটি ঢাকা সিটি ট্যুর, যার মাধ্যমে দেশি-বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘনিষ্ঠভাবে অনুভব করেন।

আইইউটি-আইসিসিইটি-২০২৫ আয়োজনের মধ্য দিয়ে আইইউটি প্রকৌশল ও প্রযুক্তি ক্ষেত্রে বৈশ্বিক অ্যাকাডেমিক উৎকর্ষ এবং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা করেছে।


সর্বশেষ সংবাদ