ফেসবুকে বিইউএফটি শিক্ষার্থীদের রাজনৈতিক মন্তব্যে নিষেধাজ্ঞা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, বিইউএফটির কিছু শিক্ষার্থী বিভিন্ন ফেসবুক পেজে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করছে। অথচ বিইউএফটিতে ছাত্ররাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নোটিশ আগেই জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে বিইউএফটির সকল শিক্ষার্থী এবং কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো প্ল্যাটফর্মে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে সতর্ক থাকতে হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিইউএফটির শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলের সহযোগিতা প্রত্যাশা করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক পোস্ট বা মন্তব্য করতে পারবে না। তাদের এ দাবি বিবেচনায় নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল অতিরিক্ত চার্জ বাতিল, খাবারের মান উন্নত করা, মেয়েদের হোস্টেলের সমস্যার সমাধানসহ সাত দফা দাবিতে আন্দোলন করেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীরা।