ইউএপিতে ‘ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’র আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৫৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৪ PM

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) এবং ক্লাব অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং (সিএফএ) আজ রবিবার (২৭ এপ্রিল) ইউএপি অডিটোরিয়ামে ‘ডিস্টিংগুইশড লেকচার সিরিজ’-এর আওতায় একটি বিশেষ সেশনের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং ইউএনডিপি-র হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিসের সাবেক পরিচালক ড. সেলিম জাহান। তিনি “বাংলাদেশের উন্নয়ন যাত্রা: অর্জন, চ্যালেঞ্জ এবং সুযোগ” শীর্ষক গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। যা উপস্থিত শিক্ষার্থী, অনুষদ সদস্য ও অতিথিদের মধ্যে গভীর অনুপ্রেরণা ও চিন্তার উদ্রেক ঘটায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক এবং বিশেষ অতিথি ছিলেন ইউএপি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। তাঁরা তাঁদের বক্তব্যে জাতীয় উন্নয়নে একাডেমিক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজনের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএপি স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলি, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সারওয়ার আর. চৌধুরী, অনুষদের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে ডিস্টিংগুইশড লেকচার সিরিজের আহ্বায়ক অধ্যাপক ড. নাজমা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।
বক্তৃতা শেষে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা সরাসরি ডক্টর সেলিম জাহানের সাথে মতবিনিময় করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগ সফল আয়োজনের জন্য সকল অতিথি, অংশগ্রহণকারী এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইউএপি ভবিষ্যতেও “ডিস্টিংগুইশড লেকচার সিরিজ”-এর মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা, চিন্তাশীল নেতৃত্ব এবং অর্থবহ সংলাপের পরিবেশ তৈরি ও ধরে রাখার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। [বিজ্ঞপ্তি]