স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপন

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান  © টিডিসি ফটো

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) সেজেছিল বৈশাখী রঙে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মিলিত হয়ে বরণ করে নেন নতুন বছরকে।

সকাল ১০টায় বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানবৃন্দ, সম্মানিত শিক্ষকগণ এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (ড.) মো. আফজালুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, “বাঙালির সংস্কৃতি আমাদের আত্মার অংশ। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য সুযোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সহমর্মিতা, দেশপ্রেম এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করে। আমি সকল আয়োজক এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাই—তাদের আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে।”

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বৈশাখী স্টল। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত স্টলগুলো ছিল বাঙালিয়ানায় ভরপুর—দেশীয় খাবার, পোশাক, এবং সৃজনশীল উপস্থাপনায় ফুটে উঠেছিল আমাদের ঐতিহ্য।

দিনব্যাপী এই আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা—বাংলা লোকজ সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরেন বাংলার প্রাণবন্ত সংস্কৃতি। প্রতিটি পরিবেশনাতেই ছিল মাটির গন্ধ, লোকজ ছোঁয়া ও শিল্পের আন্তরিক প্রকাশ।

উল্লেখযোগ্যভাবে, SUB Cultural Club-এর একনিষ্ঠ পরিকল্পনা ও পরিশ্রমে এ আয়োজন সফলভাবে বাস্তবায়িত হয়েছে। তাদের অবদানে এবারের বর্ষবরণ পেয়েছে একটি নতুন মাত্রা।

উৎসব শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা। বাংলা নববর্ষের এই আয়োজন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-কে পরিণত করেছে এক বৈশাখী মিলনমেলায়। আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এসইউবি হয়ে উঠেছিল এক টুকরো বৈশাখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence