ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন শুরু

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন অনুষ্ঠান
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন অনুষ্ঠান  © টিডিসি ফটো

আনন্দ ও গৌরবের আবহে শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২৪তম সমাবর্তন। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর আফতাবনগরের খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।  

সমাবর্তনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।  

এদিন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের ২ হাজার ৮৮৫ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন প্রধান অতিথি ও সমাবর্তনের সভাপতিত্বকারী অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এর পাশাপাশি অনন্য মেধার স্বীকৃতিস্বরূপ ছয়জন শিক্ষার্থীকে স্বর্ণপদকে ভূষিত করা হয়।  

সকালের পর থেকেই গ্র্যাজুয়েট ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা সমাবর্তন ভেন্যুতে আসতে শুরু করেন। কেউ এসেছেন বাবা-মাকে নিয়ে, কেউ বা বড় ভাই-বোন কিংবা স্বামী-সন্তানসহ। পুরো মাঠজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে স্মৃতি, আবেগ ও অর্জনের মুহূর্তগুলো একত্রে মিলেমিশে এক আনন্দঘন আবহ সৃষ্টি করেছে।  

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।  

এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence