পুণ্ড্র ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি  © টিডিসি

বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা মহান স্বাধীনতাযুদ্ধে শহীদের স্মরণে নীরবতা পালনসহ আলোচনা ও র‌্যালিতে অংশগ্রহণ করেন। 

আজ বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৯টায় একটি র‌্যালি উপাচার্য অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্রর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন। র‌্যালি শেষে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মো.. মতিউর রহমান, ট্রেজারার অধ্যাপক মুহা. সুজন শাহ-ই-ফজলুল। 

সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘আজ ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমাদের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’
 
এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান নান্নু, বিওটি সমন্বয়ক মো. খোরশেদ আলম, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) মো. নাজমুল হক, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলম, এস্টেট অফিসার মো. নজরুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ